ঢাকায় ফ্রি অ্যাম্বুলেন্স সহায়তা দেবে স্বেচ্ছাসেবকলীগ

নিজস্ব প্রতিবেদক

এবার রাজধানীকে করোনা আক্রান্তদের চিকিৎসা সহায়তা হিসেবে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেবার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বুধবার রাজধানীর কলাবাগান ক্লাব অফিসের সামনে করোনা রোগীদের চিকিৎসা সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, উপ-দফতর সম্পাদক আব্দুল আজীজ, সহ গ্রন্থনা ও প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু প্রমূখ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবকলীগ সূত্র জানায়, রাজধানীর করোনা আক্রান্ত রোগীদের দিন-রাত ২৪ ঘন্টা ১০টি অ্যাম্বুলেন্সে সেবা প্রদানের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। এর মধ্যে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সও সেবায় নিয়োজিত রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা পেতে করোনা রোগীদের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জরুরী স্বাস্থ্য সেবা “টেলি হেলথ্ সেন্টারের হটলাইনে ‘ ০৯৬১১৯৯৯৭৭৭ ‘যোগাযোগ করতে হবে।