টিকাদান চলছে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের

স্বাস্থ্য ডেস্ক: করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের  মধ্যে।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সোমবার (১ ন‌ভেম্বর) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণমন্ত্রী জা‌হিদ মা‌লেক শিক্ষার্থী‌দের ‌টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, এর আগে মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। টিকা নেওয়ার পর কোনো শিক্ষার্থীর কোনো রকম শারীরীক সমস্যা হয়নি। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ে আলোচনা শেষে শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম।

শিক্ষার্থী‌দের এই টিকা কার্যক্রম উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন— স্বাস্থ্য অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক, ‌সি‌নিয়র স্বাস্থ্য স‌চিব, শিক্ষা স‌চিব, আ‌মে‌রিকার বাংলা‌দে‌শি রাষ্ট্রদূত এবং ইউএস এইড, ইউ‌নি‌সেফসহ বি‌ভিন্ন আন্তর্জা‌তিক সংগঠ‌নের কর্মকর্তাগণ।

 

আইএনবি/বিভূঁইয়া