টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কের ময়মনসিংহ লিংক রোডে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নান্নু খান বলেন, রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছলে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় আটজন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
আইএনবি/বিভূঁইয়া