জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: রুশ কূটনীতিককে বার্লিন থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। সোমবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। এদিকে কূটনীতিক বহিষ্কারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মস্কোতে নিয়োজিত জার্মান রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় রাশিয়ায় অবস্থান করা ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় রাষ্ট্রদূতকে। একই সঙ্গে তাকে একটি চিঠিও দেওয়া হয়।

এদিকে ৪০ কূটনীতিককে বহিষ্কারের কারণে এর প্রভাব গিয়ে পড়বে আরো অনেক মানুষের ওপর। ধারণা করা হয় এসব কূটনীতিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনেক দিন ধরেই রাশিয়ায় অবস্থান করছিলেন। এখন তাদেরকেও রাশিয়া ছাড়তে হবে।

এদিকে এক প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রী আন্নালেনা বায়েরবক বলেন, রাশিয়া এমন একটি পদক্ষেপ নিতে পারে বলে আমরা আগেই ধারণা করেছিলাম। তাদের নেওয়া এ পদক্ষেপটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য ছিল না।

সূত্র: আল-জাজিরা

 

আইএনবি/বিভূঁইয়া