ছোট পর্দায় ‘ক্যাসিনো কেলেঙ্কারি’

বিনোদন ডেস্কঃ ‘ক্যাসিনো কেলেঙ্কারি’ বর্তমান সময়ের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা । প্রধানমন্ত্রীর নির্দেশনায় অবৈধ ক্যাসিনো বন্ধে নগরীর বিভিন্ন এলাকার ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনোর সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এখনও চলমান শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে।

এবার ‘ক্যাসিনো কেলেঙ্কারি’-এর বিষয়টি ওঠে আসছে ছোট পর্দায়। ‘ক্যাসিনো’ নামে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এ প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘ভিনদেশি এই খেলা আমাদের সামাজিক প্রেক্ষাপটে কতটা ভয়ংকর ও খারাপ হতে পারে তা এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।’

জানা যায়, খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে। তারপর একটি অনলাইন প্লাটফর্মেও এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— সাঈদ বাবু, নাদিয়া মিম, মনোজ প্রামাণিক, ওয়াহিদ ইকবাল মার্শাল, টুটুল চৌধুরী, সূচনা আজাদ প্রমুখ। গত মঙ্গলবার আমিন বাজারে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া