চীনের আমলারা মার্কিন ভিসা পাবেন না

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম সংখ্যালঘুদের আটক ও নির্যাতনের জন্য দায়ী ভেবে চীনা সরকারের কর্মকর্তা এবং কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের ভিসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

তবে এই ঘোষণায় ভিসার বিধিনিষেধের আওতাধীন কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়নি। এদিকে এ পদক্ষেপ মার্কিন শেয়ার বাজারকে নিন্মমুখী করে দিয়েছে। এতে মার্কিন ও চীনাদের সম্পর্ক আরও সংকটে পরবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এর আগে সোমবার (৭ অক্টোবর) চীনের ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সংখ্যালঘু দমন অভিযানের অবসান ঘটাতে এবং নির্বিচারে আটক সবাইকে মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানান।

তবে এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এখনো কোনো মন্তব্য করেনি।

আইএনবি/বিভূঁইয়া