‘ কৃষিখাত দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে’

আইএনবি নিউজ: কৃষির উন্নতি হলে দেশের সার্বিক উন্নতি হবে। কৃষির উন্নতি হলে এর সঙ্গে যুক্ত দেশের ৪০ শতাংশ লোকের জীবন বদলে যাবে। দেশের অর্থনীতিতে কৃষিখাত বড় অবদান রাখে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘বাংলাদেশের কৃষি উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বল‌েন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ হল নায্যতাভিত্তিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ। এ আদর্শের ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে।

কৃষির উন্নয়ন নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ১৯৭২ সালে বাংলাদেশে ধানের উৎপাদন ছিল ১ কোটি ১০ লাখ মেট্রিক টন। এখন তা তিন কোটি ৮০ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। গত বছর দেশে ৪৬ লাখ টান ভুট্টা উৎপাদন হয়েছে। কৃষির বিপুল উন্নতির ফলে স্ট্রবেরির মতো বিদেশি ফলও বাংলাদেশে ব্যাপক হারে চাষ হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া