ঈশ্বরদীতে অয়েল মিল কারখানায় আগুন

ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদীতে বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার বহরপুর এলাকার রশিদ অয়েল মিল কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ঈশ্বরদী ও রূপপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক হিসাবে মিল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ অয়েল মিলের পাশে মেসার্স রিপা কটন মিলস অবস্থিত। দুটি কারখানার মধ্যবর্তী পরিত্যক্ত স্থানে তুলার স্তুপ জমে ছিল। সেখানে কাঠশ্রমিকরা একটি কদম গাছ কাটার কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে—তাদের ফেলে দেওয়া বিড়ি–সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনের ধোঁয়া দেখে অয়েল মিলের শ্রমিকরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।

মেসার্স রিপা কটন মিলসের শ্রমিকরা জানান, তারা প্রথমে নিজেরাই পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন, তবে আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত নন।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো পাওয়া যায়নি। তবে শ্রমিকদের তথ্যানুসারে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত তুলার স্তুপে কাঠশ্রমিকদের কোনো বিড়ি–সিগারেট থেকে আগুন ধরে থাকতে পারে।’

আইএনবি/বিভূঁইয়া