ইউক্রেনে ৩৭টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জানিয়েছেন, দেশটিতে অন্তত ৩৭টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তিনি জানান, শত্রুবাহিনী প্রধানত বাখমুতকে লক্ষ্য করে এখনো হামলা চালিয়ে যাচ্ছে।

ফেসবুক পেজে এ তথ্য জানান ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান। তিনি বলেন, শত্রুরা লিমান, বাখমুত, আভজিভকা ও মিরিঙ্কাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

তিনি আরও বলেন, লুহানস্ক, দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলের বেশিরভাগ জায়গায় রুশ হামলা ব্যর্থ হচ্ছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার পালটা হামলা চলছে। বিমান হামলায় বিধ্বস্ত স্টেপভ ও আলদিকাসহ বিভিন্ন শহরে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন বাহিনী।

ইউক্রেনের মারিঙ্কা, নভোমিখালিভকা ও ভোদাইনসহ বিভিন্ন শহরে রুশ হামলা প্রতিহত করা হয়েছে।

ঝাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলের বেশ কয়েকটি জেলায় রুশ বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে আছে। যুদ্ধে এগিয়ে আছে ইউক্রেনের সেনারা।