আজ বাড়তে পারে গরম, বিকেলে ঝড়বৃষ্টির আভাস

আইএনবি ডেস্ক: আজ রোববার দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে। দিনের বড় সময় জুড়ে গরম থাকার পর বিকেলের দিকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, মে মাসে গরম ও ঝড়বৃষ্টি একই সঙ্গে চলে। তা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আজ গরম বাড়তে পারে।

এদিকে দাবদাহের পাশাপাশি ঝড়বৃষ্টিও থেমে নেই। গতকাল শনিবার বিকেলে রাজধানীতে আকাশ কালো করে মেঘ জমে। টানা গরমের মধ্যে বৃষ্টি হয় প্রায় আধা ঘণ্টা ধরে।

 

আইএনবি/বিভূঁইয়া