অবশেষে মক্কার ১৫৬০ মসজিদ খুলেছে

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে পবিত্র নগরী মক্কার ছোট-বড় ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেয়া হচ্ছে। দীর্ঘ তিন মাস পর ফজর থেকে মসজিদগুলো খুলে দেয় সৌদি সরকার।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে মসজিদগুলোতে জুমার নামাজসহ জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়। তবে ৩১ মে মসজিদে নববীসহ সৌদি আরবের অন্যান্য মসজিদগুলো খুলে দেয়া হলেও মক্কা অঞ্চলের মসজিদগুলো বন্ধ ছিল।

সৌদি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেদ্দাভিত্তিক দৈনিক সৌদি গেজেট।

তবে কিছু শর্ত জুড়ে দিয়েছে সৌদি। আপাতত মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আসতে বারণ করা হয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মসজিদে আসতে বলা হয়েছে।

এ ছাড়াও কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে যেমন- প্রত্যকের জন্য আলাদা নামাজের পাটি, সারিগুলির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, পাশাপাশি মুসল্লিদের বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

মন্ত্রণালয়ের নির্ধারিত সতর্কতা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও নির্দেশনা অনুয়ায়ী মক্কার জেলাগুলো ও আশেপাশের এলাকার মসজিদগুলো খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষেকে সহায়তা করতে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল উদ্যোগ নিয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া