সিরাজগঞ্জে মাথা ও ২ হাত কেটে বৃদ্ধাকে হত্যা, অভিযুক্ত আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পারিবারিক কলহের জেরে চৌহালী উপজেলা দুর্গম চরাঞ্চলে মনোয়ারা বেগম মনো (৬০) নামের এক বৃদ্ধাকে নিজঘরে শরীর থেকে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার নওহাটা চরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মনোয়ারা বেগম মনো ওই চরের মৃত শান্তা সেখের স্ত্রী।

অভিযুক্ত জাকারিয়া হোসেন (৩০) একই গ্রামের খোরশেদ হোসেনের ছেলে এবং নিহতের দেবরের মেয়ের জামাই।

স্থানীয়রা জানান, অভিযুক্ত জাকারিয়া কয়েক বছর আগেও একটি বিয়ে করেছিলেন কিন্তু বনিবনা না হওয়ায় তিনি ওই স্ত্রীকে তালাক দেয়। এরপর দুই বছর আগে তিনি মনোয়ারা বেগমের দেবর বয়ান আলীর মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। জাকারিয়া পাগলাটে হওয়ায় বিয়েতে মনোয়ারা বেগমের অসম্মতি ছিল।

তারপরও উভয়ের বিয়ে হয়। তাদের সংসারে ২ সন্তান জন্ম নেয়। বিয়েতে অসম্মতির বিষয়টি নিয়ে জাকারিয়া তার চাচিশাশুড়ি মনোয়ারার ওপর ক্ষুব্ধ ছিলেন। গতকাল বুধবার বিকেলে সবার অজান্তে জাকারিয়া তার বৃদ্ধা চাচিশাশুড়িকে নিজঘরে একা পেয়ে দাঁ দিয়ে কুপিয়ে গলা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে হত্যা করেন।

এরপর মৃতদেহ বস্তায় ভরে ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যাওয়া চেষ্টা করেন। তার পরনে রক্তমাখা শার্ট দেখে সন্দেহ হলে গোসাইবাড়ি চর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সংবাদ দেয়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, বৃদ্ধা মনোয়ারাকে দাঁ দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা ও দুই হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। দুর্গম চরের পায়ে হাঁটা রাস্তা হওয়ায় গতকাল বুধবার রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। অভিযুক্ত জাকারিয়াকে আটক এবং নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় ফিরতে আজ বৃহস্পতিবার সকাল হয়ে যায়।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্ত জাকারিয়া মানুষিক বিকারগ্রস্ত হওয়ায় এমন নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া