ময়মনসিংহে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে হায়াতুল ইসলাম (২৬) নামে এক মুয়াজ্জিনকে গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) গ্রেপ্তারকৃতকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত হায়াতুল ইসলাম গফরগাঁও পৌর শহরের জন্মেজয় এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন।

জানা গেছে, অভিযুক্ত হায়াতুল ইসলাম মসজিদ পার্শ্ববর্তী ষোলহাসিয়া এলাকায় বাসায় গিয়ে ৯ বছর বয়সের এক কন্যা শিশুকে কোরআন শিক্ষা দিতেন। গত ১৭ মার্চ কোরআন শিক্ষাদানের আড়ালে হায়াতুল ইসলাম শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় শিশুটির বাবা গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত হায়াতুল ইসলাম পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানার এসআই জামিউল হাসান সুমন ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নেয়।

আজ বৃহস্পতিবার তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, অভিযুক্ত হায়াতুল ইসলামকে গ্রেপ্তার করে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া