টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়িতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরের ওপর উঠে যায়। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন গনেশ চন্দ্র রবি দাস নামে একজন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।
টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন ।
তিনি জানান, নিহত দুজনের মরদেহ ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া