সুনামগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামের সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এ ঘটনা ঘটে।
দিরাই থানা পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নির্বাচনি প্রচারণা শেষে শিশির মনিরের প্রচারের গাড়িটি তাড়ল এলাকায় পৌঁছালে হেলমেট পরিহিত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গাড়িটিতে হামলা চালায় এবং ভাঙচুর করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘দিনব্যাপী নির্বাচনি প্রচারণা শেষে জামায়াত প্রার্থীর নির্বাচনি গাড়িটি যখন দিরাইয়ের তাড়ল এলাকায় আসে, তখন দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুর করে। হামলাকারীদের মাথায় হেলমেট থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।’
তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটি স্থানীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইএনবি/বিভূঁইয়া