১২ কোটি টাকার অনিয়ম, ডিএসসিসি কর্মকর্তা চাকরিচ্যুত

আইএনবি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী (পুর) আ হ ম আব্দুল্লা হারুনকে প্রায় ১২ কোটি টাকা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে  চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী (পুর) আ হ ম আব্দুল্লা হারুন নিজ দায়িত্বসহ একই বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালীন অনুমোদিত নকশা অনুযায়ী কাজ না করে ভৌতিক এবং অতিরিক্ত বিল পরিশোধ করে সিটি কর্পোরেশনের আর্থিক ক্ষতি করেছেন। তিনি বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং কর্পোরেশন ও জনস্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন।

তার এহেন কর্মকাণ্ডের ফলে ডিএসসিসির আর্থিক ক্ষতি এবং ইমেজ ও সুনাম ক্ষুণ্ন হয়েছে।

এ কারণে তাকে ডিএসসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর ৬২(২) বিধি অনুসারে জনস্বার্থ ও কর্পোরশনের স্বার্থ রক্ষায় চাকরি হতে অপসারণ করা হয়েছে। এর ফলে বিধি মোতাবেক তিনি ৯০ দিনের বেতন নগদ প্রাপ্য হবেন।

 

আইএনবি/বিভূঁইয়া