হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: গত রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধার করা হয়েছে। দেশটির সিক্রেট সার্ভিস হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে এ মাদক উদ্ধার করে। খবর আল জাজিরা ও এপির।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সন্দেহভাজন পাউডার পাওয়ার পর তা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরেই প্রাথমিকভাবে পরীক্ষায় এসব পাউডার কোকেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন কর্মকর্তা গত মঙ্গলবার নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা বলেছেন, হোয়াইট হাউজের যে অংশে পর্যটকদের জন্য উন্মুক্ত ছিল সেখান থেকে রোববার সিক্রেট সার্ভিস এজেন্টরা দৈনিক পরিদর্শনের সময় এসব সাদা পাউডার খুঁজে পান। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা এপিকে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে ছিলেন না। সেইসময় বাইডেন ও তার পরিবার ম্যারিল্যান্ডের ক্যাম্প ডেভিডে অবস্থান করছিলেন।

বিবিসি বলছে, এ ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।

আইএনবি/বিভূঁইয়া