সিরিজ ড্রোন হামলায় কাঁপল কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক: গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সোমবার সকালে শক্তিশালী দুইটি বিস্ফোরণে ঘটেছে। দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, রুশ বাহিনী শহরটিতে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মধ্য কিয়েভে এই বিস্ফোরণ হয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানিয়েছে, শহরের আশেপাশের অঞ্চলগুলোতেও বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলাতেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখন পর্যন্ত জানানো হয়নি।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে হামলার বিষয়ে রাত ২ টায় সতর্কতা জারি করে। এ ছাড়া কিয়েভের সিটি প্রশাসন বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের আকাশে ২০টির বেশি ইরানি ড্রোন তারা শনাক্ত করেছে। এরমধ্যে অন্তত ১৫টি ভূপাতিত করা হয়েছে। কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসি কুলেবা বলেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী অঞ্চলে অভিযান চালাচ্ছে। রুশ বাহিনীর ড্রোন হামলা শহরটিতে অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া