সিঙ্গাপুরের মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরের দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে এক মন্ত্রীর বিরুদ্ধে । এমন বিরল ঘটনায় পুরো জাতি হতবাক হয়ে গেছে। অনেকে ক্ষোভে ফুঁসছেন। দুর্নীতিমুক্ত অবস্থার কারণে বিশ্বজুড়েই প্রশংসিত সিঙ্গাপুর সরকার।

যদিও সিঙ্গাপুরের পর্যটন শিল্প পর্যবেক্ষণের জন্য খ্যাতি পাওয়া মন্ত্রী সুব্রামানিয়াম ইশ্বরণ তার বিরুদ্ধে আনা ২৭ অভিযোগের প্রত্যেকটিতেই নিজেকে নির্দোষ দাবি করে আবেদন করেছেন।

বৃহস্পতিবার ইশ্বরণ নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি ২০২৩ সালের জুলাই মাস থেকে নেওয়া বেতন ভাতাও ফেরত দেবেন বলে জানা গেছে। ওই মাসে তার বিরুদ্ধ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছিল।

২০২৩ সালের জুলাই মাসে গ্রেফতার হওয়ার পর থেকে ছুটিতে ছিলেন ইশ্বরণ। তবে তার বেতন ভাতা এখনো বন্ধ হয়নি। প্রতি মাসে তিনি সাড়ে আট হাজার সিঙ্গাপুরি ডলার বেতন পাচ্ছেন এছাড়াও তিনি অন্যান্য ভাতা হিসেবে প্রতি মাসে ১৫ হাজার সিঙ্গাপুরি ডলার পেয়ে থাকেন।

দুর্নীতি প্রতিরোধে সিঙ্গাপুর সরকার তার মন্ত্রীদের বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বেতন ভাতা দিয়ে থাকে।

তার বিরুদ্ধে এক লাখ ৬০ হাজার সিঙ্গাপুরি ডলার সমমূল্যের উপহার গ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সঙ্গীত অনুষ্ঠান ও ফুটবল ম্যাচের টিকেট উপহার হিসেবে নেওয়ার অভিযোগও আছে।
সূত্র: বিবিসি

আইএনবি/বিভূঁইয়া