সারাদেশে যুবলীগের ত্রাণ বিতরণ কমিটি করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
মরণঘাতক করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশে ওয়ার্ড পর্যায়ে ত্রান বিতরণ প্রস্তুতি কমিটির গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গতকাল বুধবার রাতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এক বার্তায় এ নির্দেশনা দেন।

তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওয়ার্ড পর্যায়ে ১১সদস্য বিশিষ্ট (মোবাইল নাম্বার সহ) ত্রাণ বিতরণ প্রস্তুত কমিটি গঠন করে পর্যায়ক্রমে যেমন ওয়ার্ড কমিটি-ইউনিয়ন কমিটিকে, ইউনিয়ন কমিটি-থানা কমিটিকে, থানা কমিটি-জেলা কমিটিকে, জেলা কমিটি-কেন্দ্রীয় কমিটিকে প্রেরণ করবে।

যুবলীগের দুই শীর্ষ নেতা আরও বলেন, ওয়ার্ড পর্যায়ের ১১সদস্য বিশিষ্ট ত্রাণ প্রস্তুতি কমিটির কাজ হলো দল মত নির্বিশেষে প্রকৃত দরিদ্র, দুস্থ ও কর্মহীন অসহায় মানুষের তালিকা প্রস্তুত করা, ত্রাণ কার্যক্রম, মানবিক সংকটে স্থানীয় আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা।

করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাঁশে শুরু থেকেই দাঁড়িয়েছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুবলীগ। ভাইরাসটির প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। কেন্দ্রের নির্দেশনায় সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন সামগ্রী বিতরণ করছে।
২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন শুরুর পর হতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি সারাদেশে জেলা–উপজেলা ও মহানগর নেতারা প্রতিরোধ সামগ্রীর সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণ করছে।