শরীয়তপুরে আইসোলেশনে ভর্তি রোগীর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আইসোলেশনে ভর্তি থাকা বিনোদপুর কাজী কান্দী গ্রামে মজিবুর রহমান মোড়ল নামে এক রোগীর মৃত্যু হয়েছে। নিহত মজিবুর রহমান মোড়ল(৬০) রবিবার সকালে শরীয়তপুর সদর হাসপাতালে শ্বাস জনিত রোগনিয়ে আসলে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুনির আহমেদ খান বলেন, ওই ব্যক্তি রবিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। যেহেতু শ্বাসকষ্ট রয়েছে তাই করোনা থাকতে পারে এমন ধারণা করে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়। রবিবারই তার নমুনা সংগ্রহ করা হয়েছিলে, আজ আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরিক্ষার রিপোর্ট আসলে বলা যাবে সে করোনায় আক্রান্ত ছিলো কি না। তিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন।