রোববার সংসদ অধিবেশন বসছে

আইএনবি ডেস্ক: রোববার (২৮ আগস্ট) একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে । বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।

গত ১১ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, এক অধিবেশনের পরবর্তী ৯০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। ফলে ১৯তম অধিবেশনটি সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সর্বোচ্চ এক সপ্তাহ চলতে পারে এই অধিবেশন। কোভিড-১৯ জনিত কারণে এবারের অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য, সাংবাদিক, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারিসহ সংশ্লিষ্টদের কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হবে।

এই অধিবেশনে সংসদের ডেপুটি স্পিকার প্রয়াত মো. ফজলে রাব্বী মিয়ার শোক প্রস্তাবের ওপরর আলোচনা অনুষ্ঠিত হবে ৷ গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়া মৃত্যুবরণ করেন ৷

গত ৩০শে জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০ দিন। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে পাস হয় চারটি বিল।

আইএনবি/বিভূঁইয়া