রায়েরবাগে কয়েল তৈরির কারখানায় আগুন

আই্এনবি ডেস্ক: রাজধানীর রায়েরবাগে একটি কয়েল তৈরির কারখানায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

রাত সোয়া একটার দিকে পুলিশের একটি টহল দল খানকা শরীফ সড়কের পাশের কয়েল তৈরির কারখানা থেকে ধোঁয়া উড়তে দেখে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে জানানো হলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করে। রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

 

আইএনবি/বিভূঁইয়া