রাজধানীতে যুবলীগের উদ্যোগে সুরক্ষা ও খাদ্য সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে ত্রান সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ যুবলীগ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনার প্রতিরোধে মাঠে রয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। দলীয়ভাবে সারাদেশে করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে রাজধানীর পল্লবীতে যুবলীগের উদ্যোগে নেয়া ফি অ্যাম্বুলেন্স সেবায় নিয়োজিতদের মধ্যে সুরক্ষা ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল  এসব সামগ্রি বিতরণ তুলে দেন। 

এদিকে, ঢাকা মহানগর দক্ষিনের  ওয়ার্ড ও ইউনিট নেতাদের কাছে ৮ হাজার পরিবারের (শ্রমজীবী কর্মহীন) ত্রান সামগ্রী হস্তান্তর করেছে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগদুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইউনিট নেতাদের কাছে এসব খাদ্য সামগ্রি বিতরণ কাযর্ক্রমের উদ্বোধন করেন যুবলীগ সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলখাদ্য সামগ্রীর মধ্যে প্রতি ব্যাগে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, বিস্কুট

সময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,  কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ -সম্পাদক জহির উদ্দিন খসরু , এড.শামিম আল সাইফুল সোহাগ, মশিউর রহমান চপল, সাবেক কার্য্যকরী সদস্য এন আই আহম্মেদ সৈকত , রাসেদুল হাসান সুপ্ত, যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, শামছুল আলম অনিক, লায়ন ওবায়দুর রহমান, আসাদুজ্জামান আজম ,ডা. আওরঙ্গজেব আরু, ডা. আসাদুজ্জামান সরোয়ার, এ বি এম আরিফ হোসেন, মোস্তাফিজুর রহমান মানিক, অধ্যাপক মেহেরুল হাসান সোহেল, সোলাইমান ভূঁইয়া রঞ্জু ,আনোয়ার হোসেন মঞ্জু,আলামিনুল হক আলামিন , আব্দুর রহমান জিবন , মাকসুদুর রহমান , আতিকুর রহমান পিন্টু , আব্দুল হাকিম তানভীর , এড. গোলাম কিবরিয়া, মোজাম্মেল মিশুসহ ঢাকা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ

যুবলীগ সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল সাংবাদিকদের বলেন, নেত্রীর (প্রধানমন্ত্রী) নির্দেশে যুবলীগ করোনা প্রতিরোধে জনগণের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত অব্যাহত থাকবে। এসময় সরকারের নির্দেশনার মোতাবেক সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

গত মার্চ মাসে করোনা ভাইরাসের প্রকোশ শুরু হবার পর হতেই সচেতনামূলক কাযর্ক্রম ও মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিস্কার পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ। ২৬ মার্চ অঘোষিত লকডাউন শুরুর পর থেকেই জনসচেতনামূলক কার্যক্রমের পাশাপাশি বিতরণ করা হচ্ছে খাদ্য সামগ্রি।