মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অসহায় এক বাবা মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিয়েছেন। এঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত আমিনুর রহমান (৪০) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পলান মিয়ার ছেলে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) অসহায় বাবা পলান মিয়া জানান, তার ছেলে আমিনুর দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। পরিবারের পক্ষ থেকে তাকে নেশা মুক্ত জন্য অনেক চেষ্টা করেছেন। কিন্ত কোনো লাভ হয়নি। এমনকি মাদকের টাকার জন্য প্রায় বাবা-মাসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তাই মাদকাসক্ত ছেলের অত্যাচার থেকে বাঁচতে বিষয়টি তিনি বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেনকে জানান।

এ ব্যাপারে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাকাওয়াত হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে মাদকসহ আমিনুরকে আটক করে পুলিশ।পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুর ইসলাম বুলবুলের আদালতে হাজির করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদালতের বিচারক মো. আমিনুর ইসলাম বুলবুল জানান, মাদকাসক্ত আমিনুরকে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া