ভোলায় নির্বাচনী সংঘর্ষ, নারীসহ আহত ৩০

ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে পঞ্চম ধাপে  ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুই পক্ষের প্রায় ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এসময় ৩টি বসতঘর ও একটি দোকানে হামলার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর ভেদুরিয়া গ্রামে টিউবওয়েল প্রতীকের সদস্য (মেম্বার) প্রার্থী নুরুল ইসলাম হাওলাদার ও বৈদ্যুতিক পাখা প্রতীকের সদস্য (মেম্বার) প্রার্থী মো. সিরাজের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের তিনটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে উভয়পক্ষই মৌখিক অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

আইএনবি/বিভূঁইয়া