বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃত ১ লাখ ৪ হাজার ৭৭৫

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ ৭ লাখ ২২ হাজার ৩০৬জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ৮৯ হাজার ২৭৯জন। ওয়ার্ল্ডেমিটার, সিএনএন, বিবিসি

বিশ্বজুড়ে সচল কেসের সংখ্যা ১১ লাখ ৭৮ হাজার ২৮৭ জন। যাদের ৯৬ শতাংশই মুদৃ অসুস্থ। আর ৪৯ হাজার ৯৬৫ জন বা ৪ শতাংশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট রোগী ৫ লাখ ৩ হাজার ১৭৭ জন। মারা গেছেন ১৮ হাজার ৭৬১ জন। যে কোন সময় মৃতের সংখ্যায় ইতালিকে টপকে যাবে দেশটি।

স্পেনে মোট রোগী ১ লাখ ৬১ হাজার ৮৫২জন। মারা গেছেন ১৬ হাজার ৩৫৩ জন।

ইতালিতে মোট রোগী ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। মারা গেছেন ১৮ হাজার ৮৪৯ জন।

ফ্রান্সে মোট রোগী ১ লাখ ২৪ হাজার ৮৬৯ জন। মারা গেছেন ১৩ হাজার ১৯৭ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একটি মডেল অনুযায়ী শুক্রবার মৃতর সংখ্যার সর্বোচ্চ বিন্দু পার করে এসেছে যুক্তরাষ্ট্র। এদিন দেশটিতে ২ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

যুক্তরাজ্যের সকল চিকিৎসাকর্মীকে পিপিই সরবরাহ করতে পারেনি সরকার। শুরুর দিকে অনেক চিকিৎসক ও নার্স গায়ে পলিথিন জড়িয়েও কাজ চালিয়েছেন। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। দেশটির চিকিৎসাকর্মীদের একটি বড় অংশই এখন করোনা আক্রান্ত।

আইএনবি/বিভূঁইয়া