বামুনিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কৃত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মমিনুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলটি থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০১লা জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. মমিনুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারাদেশ প্রদান করা হয়।
মো. মমিনুর রহমান ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জানা যায়, শনিবার (৩০ ডিসেম্বর) বামুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্বাচনি পথসভায় উপস্থিত থেকে নৌকায় ভোট প্রার্থনা করেন মমিনুর। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়ালে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আইএনবি/বিভূঁইয়া