বগুড়ায় ছাত্রীদের যৌন হয়রানি: ২ প্রভাষক সাসপেন্ড

বগুড়া প্রতিনিধি: বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের দুই প্রভাষককের বিরুদ্ধে প্রাক্তন ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃত দুই শিক্ষক হলেন- বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মোতালেব।

এ ঘটনার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জানা গেছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন দুই ছাত্রীকে মোবাইল ফোনে ও ম্যাসেঞ্জারে যৌন হয়রানি করে আসছিলেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মোতালেব।

এছাড়াও কয়েকদিন আগে সন্ধ্যায় আব্দুল্লাহ আল মামুন তার বাসার সামনে প্রাক্তন এক ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই ছাত্রী বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন।

এরপর ওই শিক্ষক মোবাইল ফোনে প্রাক্তন ছাত্রীর কাছে ক্ষমা চান। পরে শিক্ষক ও ছাত্রীর মধ্যে কথোপকথনের অডিও ভাইরাল হয়ে যায়।

এই দুই প্রভাষকের যৌন হয়রানির বিষয়টি শুক্রবার (২৮ আগস্ট) ভাইরাল হয়। পরে গভর্নিং বডির সিদ্ধান্তে শুক্রবার রাতেই অভিযুক্ত দুই প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়।

সেই সঙ্গে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম আলী বেগমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

ওই প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মোতালেবও আরেক প্রাক্তন ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন ওই ছাত্রী।

আইএনবি/বি.ভূঁইয়া