প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গাজীপুরে যুবলীগের খাদ্য সামগ্রি বিতরণ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় মিলাদ, বিশেষ দোয়া ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে বাংলাদেশ যুবলীগ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মে) যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ও মিরপুর-১ শাহ আলী মাজার প্রাঙ্গনে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে ঢাকা পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিল শেষে  তবরাক বিতরণ করা হয়।

অন্যদিকে, রাষ্ট্রনায়ক  স্বদেশ প্রত্যার্বতন দিবসে গাজীপুর  শ্রীপুর উপজেলায়  তেলেহাটি ইউনিয়নে জাতির গর্বিত সন্তান মুক্তিযোদ্ধাদের  মাঝে   ফল সামগ্রী  ও নগদ অর্থ প্রদান করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মো: আকরাম হোসেন বাদশা ।

উপহারের মধ্য ছিল ১ কেজি আপেল , ১ কেজি অরেন্জ ,  ১ কেজি খেজুর, এক ডজন ১২ কলা,  লেবু , ১ কেজি দুধ, ৩০  টি ডিম , ১০ কেজি চাউল , ট্যাংক  ও নগদ অর্থ।