প্যারিস উপশহরে রাতভর বিক্ষোভকারীদের দাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের গুলিতে এক কিশোর নিহতের ঘটনায় ব্যাপক বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ হয়েছে। ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বেলজিয়ামেও। এবং বিক্ষোবকারীরা বিভিন্ন দোকানপাট ভেঙ্গে লুটতরাজ করছে। এমনকি লুট করার পর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে বলেও জানান প্যারিসে বসবাসরত মো: শাহআলম নামে বাংলাদেশি এক স্মার্টফোন মোবাইল ব্যাবসায়ী।

 

তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ফ্রান্সের ঘটনায় প্রতিবেশী দেশ বেলজিয়ামেও বিক্ষোভ হয়েছে। ওই বিক্ষোভ থেকে দেশটির পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে।
খবর অনুসারে, বেলজিয়ামের অ্যাননেসেনস এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীরা সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সেন্ট্রাল ব্রাসেলসে বিক্ষোভ হয়। ওই বিক্ষোভ থেকে একটি বাসের জানালা ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

পুলিশ একজন ১৭ বছর বয়সী ছেলেকে গুলি করে হত্যা করার পর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা, বুধবার, ২৮ জুন, প্যারিসের একটি উপশহরে রাতে গাড়ি এবং সরকারি ভবনগুলিতে আগুন লাগিয়ে দেয়।

মঙ্গলবার ট্রাফিক চেকের সময় সংঘটিত এই হত্যাকাণ্ড একটি ভিডিওতে ধারণ করা হয়েছিল, যা কিনা ফ্রান্সের জনগণকে হতবাক করে দেয়।

মঙ্গলবার রাতে প্যারিসের শহরতলী নানটেরে এবং এর আশেপাশে প্রথম সংঘর্ষ শুরু হয়। (এপি)

 

আইএনবি/বিভূঁইয়া