পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে মিশেল আউনের কাছে লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে এক সংক্ষিপ্ত ভাষণে সা’দ হারিরি বলেন, অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা। লেবাননের আইন অনুযায়ী নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভাই দেশ পরিচালনা করবে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও লেবাননে দ্রুত নির্বাচন দেয়ার আহবান জানিয়েছেন।

গত ১৩ দিন ধরে লেবাননে বিক্ষোভ চলছে অর্থনৈতিক সমস্যা নিরসনসহ নানা দাবিতে। তবে সা’দ হারিরির পদত্যাগের ফলে সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন না দেশটির সংসদ স্পিকার নাবি বেরি।

তিনি বলেছেন, লেবাননের সরকারের পদত্যাগের ফলে পরিস্থিতি আরও জটিল হবে।
পারসটুডে

আইএনবি/বিভূঁইয়া