নিউইয়র্কে করোনায় আবারো মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক:হার্ট দ্বীপে সমাধির জন্য গণকবর। নিউইয়র্ক স্টেটে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৯ জন এবং একদিনে ৭৯৯ জন মারা যাওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭ জন। এর মধ্যে শুধু নিউইয়র্ক সিটিতেই আক্রান্ত ৮১ হাজার এবং মারা গেছেন ৪ হাজার ৫৭১ জন। বৃহস্পতিবার নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তের ৩৫ শতাংশই নিউইয়র্কে। ইন্টেলিজেন্সার, সিএনবিসি, সিএনএন

বৃহস্পতিবার আলবানিতে এক সংবাদ সম্মেলনে কুইমো বলেন, আমরা যুদ্ধের মধ্যে আছি তবে এর আগের দিনের চেয়ে মারা গেছেন কম।

নিউইয়র্কের লং আইল্যান্ড সাউন্ড শহরের সরকারী কবরস্থান হার্ট দ্বীপে বৃহস্পতিবার অবধি কোনও করোনায় মারা যাওয়া ব্যক্তিকে সমাহিত করা হয়নি বলে জানিয়েছেন মেয়র ডি বেসিওর এক মুখপাত্র ফ্রেড্ডি গোল্ডস্টেইন। তবে তা শিগগিরই বদলে যাবে এবং নিয়ম মেনেই সমাহিত করা হবে।

আইএনবি/বিভূঁইয়া