নাটোরে ভাগ্নের হাতে মামা খুন, আটক ২

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় নীলচড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ছবির উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

নিহত ছবির ঐ গ্রামের দবির উদ্দিনের ছেলে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ভাগ্নে আশরাফুল ও ভগ্নিপতি বরকতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ইউপি সদস্য আব্দুস সালাম ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আশরাফুলের সঙ্গে মৃত নকিব শেখের ছেলের রহিমের বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রামে শালিসে মীমাংসা হয়। কিন্তু বুধবার সন্ধ্যায় হঠাৎ তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভগ্নিপতি ও ভাগ্নে উত্তেজিত হয়ে রহিমকে মারপিট করে। এ সময় ছবির মারপিটে বাধা দিলে তাকেও বেদম প্রহার করা হয়। ফলে ঘটনাস্থলে ছবির মারা যান।

এদিকে, আব্দুর রহিমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ছবিরের ভাগ্নে ও ভগ্নিপতিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া