নরসিংদীর যশোরে দুধর্ষ ডাকাতি, আহত ২

এমডি বাবুল ভূঁইয়া: নরসিংদীর যশোর ইউনিয়নের হাজীবাগান গ্রামের ভূঁইয়া বাড়িতে এ দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত প্রায় ২.৩০ মিনিটে বাড়ির মেইন গেইট ভেঙ্গে এ একদল ডাকাত এ ডাকাতি করে।

আজ শনিবার (২৯ আগস্ট) আমাদের প্রতিবেদক মুঠো ফোনে কথা বললে মো: জামান ভূঁইয়ার স্ত্রী ছালমা জামান জানান, বুধবার দিবাগত রাতে আনুমানিক ২.৩০ মিনিটের দিকে বাড়ির মেইন গেইটের শব্দ পেয়ে ঘরের দরজা খোলে জামান ভূঁইয়া বাহিরে গেলে একদল ডাকাত তাকে আটকের চেষ্টা করলে উভয়ের মাঝে ধস্তাধস্তির একপর্যায়ে রানদা দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পরেন। তারপরও তিনি উঠে গিয়ে ঘরের দরজা বন্ধ করার চেষ্টা করলে ডাকাতরা আবারও জামান ভূঁইয়াকে আঘাত করে।

প্রায় এক ঘন্টা ধরে ডাকাতরা ঘরের সব আসবাবপত্র এলোমেলো করে দিয়ে নগদ ৩০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণ, একটি মোবাইল সেটসহ আনুমানিক লক্ষাধিক মালামাল নিয়ে যায়। পরবর্তীতে তার আত্মচিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

জামান ভূঁইয়ার মাথায় এবং মাংশে ১০ টা সেলাই করা হয়েছে। তিনি বর্তমানে বাসায় আছেন। কিন্তু তার শরীর এখনোও আশঙ্কামুক্ত হয়নি।

প্রতিবেদকের প্রশ্নের উত্তরে ছালমা জামান বলেন, এখনোও মামলা করা হয়নি পক্রিয়াধীন চলছে। তবে ঘটনার পর সকালে পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের লোকজন তাদের বাড়িতে গিয়েছিল।

আইএনবি নিউজ ২৪ ডট কম