নরসিংদীর রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রায়পুরা পৌরসভার তাতাকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেলোয়ার রায়পুরা পৌরসভার তাতাকান্দা এলাকার হিরন মিয়ার ছেলে।

আহতরা হলেন- শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরন মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব (১৬) ও সোহান (২২)। আহতদের রায়পুরা, নরসিংদী ও ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাতারকান্দা এলাকার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। তারা সম্পর্কে মামা-ভাগিনা। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সমস্যার সমাধান না হওয়ায় উভয়পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে ওই দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

হিরন ও শাকিল নামে দু’জনকে গুরুতর আহতাবস্থায় চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন। খবর পেয়ে পুলিশ তাতারকান্দা এলাকার সাত্তার মাস্টারের দলের মাইনউদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ রাউন্ড গুলিসহ একটি দেশীয় অস্ত্র জব্দ করেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, রাস্তা নিয়ে দুই আত্মীয়দের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষের নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া