নওগাঁয় ১৪৪ ধারা জারি

নওগাঁ প্রতিনিধি: বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশ একই স্থানে একই দিন ডাকায় নওগাঁ পৌর এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।

নওগাঁ পৌর এলাকায় সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ ১৪৪ ধারা বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা পর্যন্ত বহাল থাকবে।

১৪৪ ধারাকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, ১৪৪ ধারাকে ঘিরে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকেই পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। যাতে করে পৌর এলাকায় কেউ সভা সমাবেশ করতে না পারে, সেদিকে শতভাগ নজরদারি থাকবে পুলিশের।

জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জেলা বিএনপির আয়োজনে শহরের নওজোয়ান মাঠে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল। কিন্তু একই সময় ওই স্থানে জেলা যুবলীগও সমাবেশ ডাকে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় অপ্রীতিকর পরিস্থিত এড়াতে জেলা প্রশাসন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি। তবে সংবাদ সম্মেলন কোথায় হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করেননি তিনি।

আইএনবি/ বিভূঁইয়া