নওগাঁয় রাতের আঁধারে ৫ মন্দিরের প্রতিমা ভাঙচুর

নওগাঁয় প্রতিনিধি: নওগাঁর পোরশায় গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভবানীপুর ও শরিওয়ালা গ্রামে পাঁচটি মন্দিরের কালী, শিব, লক্ষ্মীসহ সাত থেকে আটটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ভবানীপুরে তিনটি মন্দিরে ও শরিওয়ালায় দুইটি মন্দিরের কালী প্রতিমাগুলো ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে কিছু লোক কাজ করার জন্য মাঠে আসলে মন্দিরের প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় তারা থানায় খবর দিলে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন।

নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, ‘আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

ঘটনাস্থল পরিদর্শন করে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘পুলিশ এ ঘটনায় কাজ করছে। জমি-জমা সংক্রান্ত ও মন্দিরের কমিটি নিয়ে বিরোধ কিংবা অন্য সম্প্রদায়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে কিনা অথবা কোনো গোষ্ঠী এ ধরনের ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার উদ্দেশে এসব প্রতিমা ভাঙচুর করেছে কিনা এসব বিষয় মাথায় নিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

আইএনবি/বিভূঁইয়া