থানায় রাখা মামলার আলামত ৮ গাড়ি

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়া থানার সামনে বিভিন্ন মামলায় আলামত হিসেবে জব্দ করে রাখা গাড়িতে শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আগ্নিকাণ্ডের ঘটেছে। আগুনে আটটি গাড়ি পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে রাখা গাড়িগুলোর একটির নিচে ধোঁয়া দেখতে পায় জনতা। পরক্ষণেই আগুন সেখানে থাকা অন্যান্য গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিভিন্ন মামলার আলামত হিসেবে রাখা দুটি টেক্সিক্যাব, পাঁচটি প্রাইভেটকার ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আনোয়ার হোসেন বলেন, আগুনে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। কারো ফেলে দেওয়া বিড়ি-সিগারেট থেকে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া