ট্রাকচাপায় নিরাপত্তকর্মী নিহত নারীসহ আহত ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তকর্মী নিহত ও এক নারীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চন্দ্রায় এ ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। সড়কের ওই স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিও জানান তারা। সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকে। এতে ইজতেমাগামী মুসল্লিসহ সড়কে চলাচলরতদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নিহত নিরাপত্তাকর্মীর নরাম আজাদুল ইসলাম (৪৫) ।

এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক শ্রমিকরা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া শ্রমিকরা ওই স্থানে ফুট ওভারব্রিজের দাবিও তুলেছেন।

আইএনডিব/বিভূঁইয়া