টাঙ্গাইল-৭ উপ-নির্বাচনে নৌকার মাঝি খান আহমেদ শুভ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে চার বারের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় শূন্য হওয়া আসনে  উপ-নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন খান আহমেদ শুভ।

খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ ফজলুর রহমান খানের ছেলে।

শুক্রবার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত মন্টু রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

৩০ নভেম্বর (মঙ্গলবার) নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ডিসেম্বর বাছাই, ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ জানুয়ারি ভোটগ্রহণ। ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

 

আইএনবি/বিভূঁইয়া