জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতের এক সেনা সদস্য ও তিন জঙ্গি নিহত হয়েছে। পুলিশ বলছে নিহতরা জঙ্গি সংগঠন লস্কর-এ তৈয়বার সদস্য।

শুক্রবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জাদুরা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানায়, ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চলছে। ঘটনার বিশদ এখনো জানা যায়নি।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একে এবং দুইটি পিস্তল উদ্ধার কর হয়। গোলাগুলিতে আহত এক সেনা পরবর্তীতে মারা যান।

এদিকে শুক্রবার কাশ্মীরের শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরেকটি সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে কাশ্মীরে সাত জঙ্গি মারা গেছেন।
সূত্র-এনডিটিভি।

আইএনবি/বি.ভূঁইয়া