জঙ্গি হামলায় দুই ভারতীয় সেনা নিহত, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার বেলা ১২টা ৫০ নাগাদ শ্রীনগরের পাম্পোর বাইপাসে জম্মু-কাশ্মীরে সিআরপিএফ কনভয়ের উপর জঙ্গি হামলায় দুই ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত আরো ৩ জন। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত সিআরপিএফ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।

সিআরপিএফ জওয়ান ও কাশ্মীর পুলিশ সে সময় রাস্তা খোলার কাজ করছিল। হঠাৎ মোটরসাইকেলে চড়ে এসে কয়েকজন জঙ্গি এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। গুলিবিদ্ধ হন পাঁচ জওয়ান। তাঁদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুজনের মৃত্যু হয়।

এখনো পর্যন্ত হামলাকারী জঙ্গিদের পরিচয় জানা যায়নি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। জঙ্গিরা যাতে কোনও ভাবেই পালাতে না পারে সেজন্য কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

এর আগে গত ১ অক্টোবর নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাদের মর্টার হামলায় ৩ ভারতীয় সেনা নিহত হয়েছিল।
সূত্র : নিউ ইন্ডিয়া টাইমস।

আইএনবি/বি.ভূঁইয়া