চট্টগ্রাম বন্দরে ৭৫ হাজার টন সয়াবিন তেল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরে দেশের বিভিন্ন তেল রিফাইনারি প্রতিষ্ঠানের আমদানিকৃত ৭৫ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে তিনটি জাহাজ আসছে । ইতোমধ্যে দুটি এমটি প্যাসিফিক রুবি এবং এমটি লুকাস নামের দুই জাহাজ ৩২ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।

এমটি স্ট্যাভেঞ্জার পাইওনিয়ার নামের অপর একটি বড় জাহাজ ৪৩ হাজার টন তেল নিয়ে  বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

সয়াবিন তেলের সংকটের এই সময় আমদানিকৃত ৭৫ হাজার টন পরিশোধনের পর বাজারে গেলে তেলের সংকট আর থাকবে না বলে আমদানিকারকরা মনে করছেন।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ এডিবল অয়েল, সিটি গ্রুপ, সেনা এডিবল অয়েলের প্রায় ৪৩ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে এমটি স্ট্যাভেঞ্জার পাইওনিয়ার নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। শুক্রবার অথবা শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে প্রবেশ করবে। এরপর এই জাহাজ থেকে তেল খালাস শুরু হবে।  তেল খালাসের পর ১০ থেকে ১২ দিনের মধ্যেই এই তেল বাজারজাত করা সম্ভব হবে বলে আমদানিকারকরা আশা প্রকাশ করেন।

 

আইএনবি/বিভূঁইয়া