চট্টগ্রামে দুই হাজার লিটার চোরাই তেলসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে র‌্যাব-৭-এর সদস্যরা পতেঙ্গা মডেল থানাধীন এয়ারপোর্ট ভিআইপি রোড এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোরাই ডিজেল, অকটেন ও মবিল জব্দ করেছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিন্টু বড়ুয়া (৩০) এবং মো. শওকত (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি দল আভিযানিক দল পতেঙ্গা মডেল থানাধীন এয়ারপোর্ট ভিআইপি রোড এলাকায় অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মিন্টু বড়ূয়া এবং মো. শওকতকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে লুকিয়ে রাখা টিনের ড্রাম ও প্লাস্টিকের কন্টেইনার থেকে দুই হাজার ৭৫ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ বিদেশ থেকে আসা জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল, অকটেন ও মবিল সংগ্রহের পর খোলা বাজারে বিক্রয় করে। উদ্ধারকৃত চোরাই ডিজেলের আনুমানিক মূল্য দুই লাখ ৭৫ হাজার টাকা বলে জানান র‌্যাব কর্মকর্তারা।

গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত পণ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া