গৃহবধূর রহস্যজনক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর বাড়িতে মৃতদেহ রেখে পালিয়েছেন গৃহবধূর স্বামী।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেচুবনিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ২ সন্তানের জননী বেবী আকতারের (২৬) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধু বেবী আকতারের বাবার বাড়ি উখিয়া উপজেলার কোটবাজার এলাকায়। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেচুবনিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির একটি দল মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এলাকাবাসী জানান- গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া গেলেও পা ছিলেন মাটিতে লাগানো। তাই এটা আত্মহত্যা নাও হতে পারে। তাদের ধারণা বেবীকে মারধর করে তাকে হত্যা করা হয়। পরে স্বামী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ড ধামাচাপা দিতে গলায় ওড়না দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, বেবী আকতারের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

আইএনবি/বিভূঁইয়া