কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে আহত ১৪

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শিয়ালের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার মহাখালী আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকায় শিয়া‌লের তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

আহতরা হ‌লেন- ভৈরব শহরের চন্ডিবের এলাকার কাজী আল আমিন (৪০), শুভ (২২), আলম (২০), সোয়েব মোল্লা (৫০), তমাল খা (২৪), অনিক মোল্লা (২৬), পুলতাকান্দা এলাকার সোলেয়মান (৩৬), ভৈরবপুর গ্রামের আরমান (২৬), উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রবিন মিয়া (১৯) মধ্যচর গ্রামের সোহেলা বেগম (৩০), রুবেল (২৮), ফরিদ মিয়া (৪৩), জামালপুর গ্রামের মোশারফ (৩৫) ও পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার তানভীর (২৬)। তা‌দের ম‌ধ্যে সো‌য়েব মোল্লা‌কে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহরাব হোসেন সৌরভ জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা ও পৌর শহরের ১৪ রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মহাখালীর আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে। আহতদের ইমুনিগ্লুভিন টিকা দেয়া হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া