কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে রোববার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে সাইফুল ইসলাম রফিক (৫০) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। তার কয়েদি নম্বর ছিল ৪১৭।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ফাঁসি কার্যকর হওয়া কয়েদির বাড়ি বগুড়ার মালতি নগর নামাপাড়া এলাকায়। তার বাবার নাম মোজাম ফকির।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাইদুল ইসলামের বিরুদ্ধে ২০০৪ সালে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। ওই মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত।

মৃত্যুদণ্ড কার্যকর করার সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজুয়ান আহামেদ, ডা. কামরুন্নাহার, গাজীপুর, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা প্রমুখ।

রফিকের ভাই মো. রোকন বলেন, কারা কর্তৃপক্ষ আমাদের লাশ বুঝিয়ে দিয়েছে। গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।

আইএনবি/বিভূঁইয়া