করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রি দিচ্ছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের পাশাপাশি নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষও অসহায় হয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যক্তি এবং প্রতিষ্ঠানভাবে অনেকে সারাদেশে অসহায় হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ  মোকাবিলায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে রংপুর বিভাগ সমিতি, ঢাকা। গতকাল বুধবার সকালে রংপুর বিভাগের আট জেলায় সমিতির খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় প্রথম ধাপে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে  চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। পর্যায়ক্রমে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্র্রাম, গাইবান্ধা, দিনাজপুরে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

রংপুর বিভাগ সমিতি, ঢাকা সভাপতি ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনটির সদস্যরা ত্রান সহায়তা কাযর্ক্রম পরিচালনা করছেন।

ঠাকুরগাঁওয়ে খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম , জেলার পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমূখ।

রংপুর বিভাগ সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার ডিআইজি আবু কালাম সিদ্দিক জানান, প্রাথমিকভাবে রংপুর বিভাগের বাসিন্দা যারা ঢাকায় কর্মহীন হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন তাদের মাঝে সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এখন নিজেদের এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এর আগে ঢাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকাস্থ রংপুরবাসীদের মধ্য  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।