ইসরায়েলি হামলায় কেঁপে উঠছে ফিলিস্তিনি ভবন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা ইসরায়েলি বিমান হামলার ঘটনায় ফিলিস্তিনিদের ভবনগুলো ভূমিকম্পের মতো কেঁপে উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক রুশদি আবুআলওউফ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। পরে তার তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছে বিবিসি।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত ৪টা নাগাদ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিমান থেকে ৩০ বারের বেশি হামলা চালানো হয়েছে।

রুশদি টুইট বার্তায় জানিয়েছেন, গাজার পশ্চিমাঞ্চলে হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।

পরে আরেক টুইট বার্তায় তিনি জানান, গতরাতের বিমান হামলায় শব্দ তেমন হয়নি। তবে আগুনের ব্যাপক ফুলকি উঠেছে। এছাড়া বিমান হামলার ঘটনায় ভবনগুলো এমনভাবে কেঁপে উঠেছে, যেন সেখানে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের সদস্যরা চলাচলের জন্য যে সুড়ঙ্গ ব্যবহার করে, সেটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।
সূত্র: বিবিসি

আইএনবি/বিভূঁইয়া